ঢাকা, শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মহাদেবপুরে বাবা-ছেলের রহস্যজনক মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩২, এপ্রিল ২৯, ২০১৯
মহাদেবপুরে বাবা-ছেলের রহস্যজনক মৃত্যু

নওগাঁ: নওগাঁর মহাদেবপুর উপজেলার দড়িয়াপুর গ্রামে বাবা-ছেলের রহস্যজনক মৃত্যু হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) সকালে পুলিশ বাবা-ছেলের মরদেহ উদ্ধার করে।

নিহতরা হলেন- দড়িয়াপুর গ্রামের বাসিন্দা অরুণ কুমার কুণ্ড (৬০) ও তার ছেলে চন্দন কুমার কুণ্ড (২৫)।

মহাদেবপুর থানার পরিদর্শক (তদন্ত) আবু বক্কর সিদ্দিক বাংলানিউজকে জানান, রাতে পিকনিকের খাবার খেয়ে ঘুমাতে গিয়ে বাবা-ছেলে অসুস্থ হয়ে পড়েন। পরে রাত ১২টার দিকে প্রতিবেশিরা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে ভোরে চিকিৎসাধীন অবস্থায় আরুণ মারা যান। পরে চন্দনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।

খবর পেয়ে পুলিশ বাবা-ছেলের মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. দেবাশীষ বাংলানিউজকে জানান, প্রচণ্ড বমি ও পাতলা পায়খানার কারণে বাবা-ছেলে দু’জনই অজ্ঞান হয়ে পড়েন। হাসপাতালে আনার পর তাদের ব্লাড প্রেসারের অবস্থা ভালো ছিলো না। ধারণা করা হচ্ছে খাবারে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে তারা মারা যান।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।