শুক্রবার (২৬ এপ্রিল) ভোরে উপজেলার নওদা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুইজন হলেন- মা মর্জিনা খাতুন (৫০) ও নানী শামসুন নাহার (৮০)।
স্থানীয় সূত্রে জানা যায়, কথা কাটাকাটির একপর্যায়ে ইমরান তার মা ও নানীকে ধারালো অস্ত্রের আঘাতে জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিলে চিকিৎসক দুই জনকেই মৃত ঘোষণা করেন।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠোনো হয়েছে।
বাংলাদেশ সময়: ০৮২৫ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৯
এসআরএস