বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাতে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটনের সহকারী পুলিশ কমিশনার (ডিবি) নাসির উদ্দিন মল্লিক।
তিনি বাংলানিউজকে জানান, প্রশাসনিক কারণে এসআই সৈয়দ আসাদকে ক্লোজড করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, ববিতে ভিসির অপসারণের দাবিতে গত ২৬ মার্চ থেকে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। আর এ আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে ববি’র পুলিশ ফাঁড়ির এসআই আসাদ ফেসবুকে নেতিবাচক মন্তব্য করেন। যা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানোর পরেই তাকে সরিয়ে নেওয়া হয়েছে। এরইমধ্যে সেখানে তার জায়গায় নতুন একজনকে ফাঁড়ির দায়িত্বও দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ০৩৪৫ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৯
এমএস/এসসআরএস