ঢাকা, বৃহস্পতিবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ধানের বস্তাচাপায় যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৫৮, এপ্রিল ২৫, ২০১৯
ধানের বস্তাচাপায় যুবকের মৃত্যু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় ধানের বস্তা চাপায় মো. রোমান মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলার ভাটিয়া-পূর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত রোমান করিমগঞ্জ উপজেলার আসরাপাড়া গ্রামের আশু মিয়ার মেয়ের জামাই।

তিনি পার্শ্ববর্তী তাড়াইল উপজেলার বাসিন্দা।  

স্থানীয়রা জানান, বিকেলে টমটমে করে জমি থেকে বাড়িতে ধান আনছিলেন রোমান। পথে ভাটিয়া-পূর্বপাড়া এলাকায় পৌঁছালে একটি কালভার্ট ভেঙে রোমান নিচে পড়ে যান। এসময় তার ওপর কয়েকটি ধানের বস্তা পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, এ ব্যাপারে থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।