ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

লাউয়াছড়া থেকে নবজাতক উদ্ধার

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৪, এপ্রিল ২৪, ২০১৯
লাউয়াছড়া থেকে নবজাতক উদ্ধার উদ্ধার হওয়া মেয়ে নবজাতক, ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া বিট থেকে এক মেয়ে নবজাতককে উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৪ এপ্রিল) দুপুরে পুলিশের সহায়তায় নবজাতকটিকে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা মো. মোনায়েম হোসেন বাংলানিউজকে বলেন, প্রশাসন ও  বন বিভাগ সহায়তায় নবজাতকটিকে উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া নবজাতকটির নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। তবে নবজাতকটি সুস্থ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৯
বিবিবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ