ঢাকা, মঙ্গলবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

চিরিরবন্দরে ট্রাক্টর চাপায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৭, এপ্রিল ২২, ২০১৯
চিরিরবন্দরে ট্রাক্টর চাপায় নিহত ১

দিনাজপুর: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা ট্রাক্টর চাপায় সলিমউদ্দীন (৭০) নামে এক এক বাইসাইকেলচালক নিহত হয়েছেন।

সোমবার (২২ এপ্রিল) সকাল ৯টায় চিরিরবন্দর উপজেলার ঘুঘুরাতলীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত সলিমউদ্দীন একই উপজেলার নান্দেনাইল গ্রামের বাসিন্দা।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারেসুল ইসলাম বাংলানিউজকে জানান, সকালে নিজ বাড়ি থেকে উপজেলা পরিষদে আসার পথে ঘুঘুরাতলীতে দ্রুতগামী একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরিবারের আপত্তি না থাকায় ময়না তদন্ত ছাড়াই মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় চিরিরবন্দর থানায় ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি হারেসুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ