রোববার (২১ এপ্রিল) দিনগত রাতে এ অভিযান পরিচালনা করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) জয়পুরহাট-৫ ক্যাম্পের সদস্যরা।
সাজাপ্রাপ্ত ছয় জুয়াড়িরা হলেন-বগুড়ার শিবগঞ্জ উপজেলার ভাইয়ের পুকুর গ্রামের আবু সাঈদ (৪৫), জয়পুরহাট সদরের সোটাহার গ্রামের জহুরুল ইসলাম (৫৫), পাঁচবিবি উপজেলার রহমতপুর গ্রামের গোলজার হোসেন (৫৫), জয়পুরহাট শহরের সিওকলোনী মহল্লার শরীফ উদ্দীনের ছেলে শহিদুল ইসলাম (৩০), সুতারপাড়া গ্রামের আজিজুল ইসলামের ছেলে তারিকুল ইসলাম (৩৫) ও পাঁচুর চক ফবিরপাড়া গ্রামের কাজী ফজলুর রহমানের ছেলে আব্দুল রহিম (২৫)।
জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের সহকারী পুলিশ সুপার আজমল হোসেন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, গোপন খবরের ভিত্তিতে জয়পুরহাট সদরের মাধাই নগর গ্রামে অভিযান পরিচালনা করে ওই ছয় জুয়াড়িকে আটক করা হয়। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ধ্বংস ও জুয়ার বোর্ড থেকে ৭১ হাজার ৩৬০ টাকা জব্দ করা হয়।
পরে জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন চন্দ্র রায়ের ভ্রাম্যমাণ আদালতে ওই ছয় জুয়াড়িকে হাজির করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক আবু সাঈদ, জহুরুল ইসলাম ও গোলজার হোসেনকে ১০ দিন করে ও শহিদুল ইসলাম, তারিকুল ইসলাম ও আব্দুর রহিমকে ২৫ দিন করে সশ্রম কারাদণ্ড দিয়ে জেলা কারাগারে পাঠান।
বাংলাদেশ সময়: ০৮৫৬ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৯
এএটি