রোববার (২১ এপ্রিল) দুপুরে মানববন্ধন শেষে ফেনী জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে নিহতের পরিবার।
স্মারকলিপিতে শুভ হত্যার সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পিকেএম এনামুল করিমের হাতে স্মারকলিপি তুলে দেন নিহত শুভর চাচা ইসমাইল, ইউসুফ, জাহাঙ্গীর, সাপ্তাহিক ফেনী সমাচারের নির্বাহী সম্পাদক মো. আমজাদুর রহমান রুবেল ও মানবাধিকার কর্মী এম. এ দেওয়ানী।
এর আগে গত ৩১ মার্চ বিকেলে নিখোঁজ হয় ফেনীর দক্ষিণ কাশিমপুর এলাকার সৌদি প্রবাসী ইমাম হোসেনের ছেলে আরাফাত হোসেন শুভ (১৪)। এ ঘটনার সাত দিন পর ফেনীর মাথিয়ারা এলাকার একটি ডোবা থেকে শুভর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বাদী হয়ে নিহত শুভর মা খাদিজা বেগম থানায় একটি মামলা দায়ের করেছেন। পরে এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ শুভর সহপাঠী ইসমাইল হোসেন ইমনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।
পরে আদালতে ইমন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। জবানবন্দিতে ইমন জানান, গত ৩০ মার্চ একটি মেয়ের মোবাইল নাম্বার নিয়ে ইমনের সঙ্গে শুভর বাকবিতণ্ডা হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ৩১ মার্চ বিকেলে শুভকে বাড়ী থেকে ডেকে আনে ইমন। পরে ইমন ছুরিকাঘাত করে শুভকে হত্যা করে। ইমন ফেনীর মধ্যম মাথিয়ারা গ্রামের কামাল উদ্দিনের ছেলে। জবানবন্দি গ্রহণ শেষে আদালত ইমনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৯
এসএইচডি/আরআইএস/