ঢাকা, মঙ্গলবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

নুসরাতকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৪২, এপ্রিল ২২, ২০১৯
নুসরাতকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন মানববন্ধনে রাজাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বাবরসহ শিক্ষার্থীরা। ছবি: বাংলানিউজ

ফেনী: ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানি ও আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে।

রোববার (২১ এপ্রিল) সকালে দাগনভূঞা উপজেলার গণিপুর জাফর ইমাম বীর বিক্রম উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন ও সমাবেশ করা হয়।

এতে বক্তব্য রাখেন দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আ ন ম কাশেদুল হক বাবর, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আমিন উল্লাহ, সহকারী প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম, রাজাপুরের ইউপি সদস্য স্বপন কুমার দাস, বিশিষ্ট ব্যবসায়ী কামাল হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য খায়রুল আলম ও নুরের জামান মুন্সি প্রমুখ।

মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৯
এসএইচডি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।