রোববার (২১ এপ্রিল) সকালে কিশোরগঞ্জ-ভৈরব সড়কে কুলিয়ারচর বাজার ও দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডের মধ্যবর্তী বেইলি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাজু ময়নসিংহের নান্দাইল উপজেলার আশিক ভূঞার ছেলে।
স্থানীয়রা জানান, সকালে কুলিয়ারচর বাজার থেকে মোটরসাইকেলে করে দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন রাজু। পথে বিপরীত দিক আসা একটি কাভার্ডভ্যান তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাজুর মৃত্যু হয়।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই তালুকদার বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এছাড়া দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান ও মোটরসাইকেলটি জব্দ করা হয়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৯
এসআরএস