নাজমুল উপজেলার ভাদাই ইউনিয়নের সজিববাজার এলাকার কাসেম মিয়ার ছেলে। সে স্থানীয় ভাদাই পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।
স্থানীয়রা জানায়, গত ১৪ এপ্রিল (শনিবার) বাংলা নববর্ষ উদযাপন অনুষ্ঠানে অংশ নিতে বাড়ি থেকে বের হয়ে মহিষখোচা বাজারে যায় নাজমুল। বিকেলে সহপাঠিরা ফিরে এলেও ফেরেনি নাজমুল। আত্মীয়-স্বজন ও সম্ভব্য বন্ধু-বান্ধবদের বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার সন্ধান মেলাতে পারেনি তার পরিবার। পরদিন ১৫ এপ্রিল (রোববার) সন্ধান চেয়ে আদিতমারী থানায় সাধারণ ডায়েরি করেন বাবা কাসেম মিয়া।
ডায়েরিতে উল্লেখ করা হয়, নিখোঁজের দিন নাজমুলের পরনে ছিল হলুদ রঙের প্যান্ট ও লাল প্রিন্টের শার্ট। গায়ের রং ফর্সা, হালকা পাতলা গড়নের নাজমুলের উচ্চতা প্রায় ৪ ফিট।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, নিখোঁজের ডায়েরিটি ছবিসহ দেশের সব থানায় বার্তা হিসেবে পাঠানো হয়েছে।
কেউ ওই ছাত্রের সন্ধান পেলে সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করতে সবার প্রতি আহ্বানও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৯
এসআরএস