ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

যাত্রাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৭, এপ্রিল ২১, ২০১৯
যাত্রাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু মৃত আব্দুল হান্নানের নিথর দেহ। ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী ধলপুর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল হান্নান (১৪) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।

রোববার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় আব্দুল হান্নানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে পৌনে ১১টার দিকে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত আব্দুল হান্নানের বাড়ি বরিশালে। বর্তমানে সে যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় একটি মাদ্রাসায় থাকে পড়াশোনা করতো।

শিহাব উদ্দিন নামে ওই মাদ্রাসার এক শিক্ষক বাংলানিউজকে জানান, ওই মাদ্রাসার মকতবের ছাত্র ছিলো আব্দুল হান্নান। সকালে গোসল সেরে ভেজা হাতে তার রুমের ফ্যানের সুইচ চালু করছিলো সে। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া বাংলানিউজ জানান, হান্নানের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৯
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।