ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কামারখন্দে ট্রাকচাপায় আহত স্কুলশিক্ষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:০৮, এপ্রিল ২১, ২০১৯
কামারখন্দে ট্রাকচাপায় আহত স্কুলশিক্ষকের মৃত্যু

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ট্রাকচাপায় আহত স্কুলশিক্ষক আব্দুল আলীম মাস্টার (৪৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। আলীম মাস্টার উপজেলার জয়েন বড়ধুল গ্রামের আকতার হোসেনের ছেলে।

তিনি নান্দিনা কামালিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।  

কোনাবাড়ী শহীদুল বুলবুল ডিগ্রি কলেজের প্রভাষক জাকির হোসেন জিহাদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।    

এর আগে সোমবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে উপজেলার কোনাবাড়ী এলাকায় ট্রাকচাপায় ঘটনাস্থলেই প্রাণ হারান আলীম মাস্টারের বাবা আকতার হোসেন (৭০)। এতে গুরুতর আহত হন আলীম মাস্টার।  

তাকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় পাঁচদিন পর মৃত্যু হলো তার।     

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।