ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

শাহজালাল বিমানবন্দরে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:২৬, এপ্রিল ২১, ২০১৯
শাহজালাল বিমানবন্দরে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার

ঢাকা: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি প্লেনের টয়লেট থেকে ১২০টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এগুলোর ওজন প্রায় ১৪ কেজি, বাজারমূল্য প্রায় ৭ কোটি টাকা।

শনিবার (২০ এপ্রিল) বিকেলে ব্যাংকক থেকে ঢাকায় এসে অবতরণের পর গোপন সংবাদের ভিত্তিতে ওই প্লেনের টয়লেট তল্লাশি করে এই স্বর্ণ পাওয়া যায়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ড. মো. শহিদুল ইসলাম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

ডিজি শহিদুল ইসলাম বলেন, গোপন সূত্রে তথ্য পাওয়ার পর কাস্টমস গোয়েন্দা দল ফ্লাইটটির দিকে নজর রাখে। সেটি অবতরণের সঙ্গে সঙ্গে গোয়েন্দা দল তল্লাশি শুরু করে। এক পর্যায়ে ওই ফ্লাইটের টয়লেটে পরিত্যক্ত অবস্থায় ১২০টি স্বর্ণের বার পাওয়া যায়।     

এসব স্বর্ণের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান মহাপরিচালক শহিদুল ইসলাম।

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৯
এজেডএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।