শনিবার (২০ এপ্রিল) সকাল ৯টায় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিকেলে ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হচ্ছেন- সিনিয়র সহ-সভাপতি পদে দিনকালের মো. দেলোয়ার হোসেন, সহ-সভাপতি সৈয়দ মোকসেদুল আলম, যুগ্ম সম্পাদক মো. নজরুল ইসলাম আজহার, সাংগঠনিক সম্পাদক রাইজিংবিডির মো. হাসমত আলী, কোষাধ্যক্ষ কামাল হোসেন বাবুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আবুল হাসান, দফতর সম্পাদক মো. সিরাজ উদ্দিন এবং ক্রীড়া, সাংস্কৃতিক ও কল্যাণ সম্পাদক গাজী টেলিভিশনের মো. আব্দুল্লাহ আল মামুন।
এছাড়া, নির্বাহী সদস্য হিসেবে এনামুল হক, মো. আমিনুল ইসলাম, মো. রুহুল আমীন, মো. বেলাল হোসেন, মো. আব্দুর রহমান, শরীফ আহম্মেদ শামীম ও মো. মিলটন খন্দকার বিজয়ী হয়েছেন।
বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৯
আরএস/একে/এসআরএস