ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

গাজীপুরে অটো‌রিকশা-কভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ১, আহত ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২১, এপ্রিল ২০, ২০১৯
গাজীপুরে অটো‌রিকশা-কভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ১, আহত ৫

গাজীপুর: গাজীপুর সি‌টি করপোরেশনের (জিসিসি) পূবাইল থানাধীন মেঘডু‌বি এলাকায় সিএন‌জিচা‌লিত অটো‌রিকশা ও কভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোহসিন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

শনিবার (২০ এ‌প্রিল) বিকেল ৩টার দিকে ঢাকা বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।  মোহসিন গাজীপুর সিটি করপোরেশনের আউটপাড়া এলাকার বাসিন্দা।

আহত পাঁচজন হলেন- নাজমা বেগম (৪৫), টিনা (১৯), রফিক (১৯) ও নুরুল ইসলাম (৪০)।

পূবাইল থানার উপ-প‌রিদর্শক (এসআই) জা‌মিল উ‌দ্দিন রাশেদ বাংলানিউজকে জানান, পূবাইল থানাধীন মেঘডু‌বি এলাকার ঢাকা বাইপাস সড়কে মিরেরবাজারগামী সিএন‌জি চালিত অটো‌রিকশার সঙ্গে বিপ‌রীত দিক থেকে আসা কভার্ডভ্যানের মুখোমুখি সংঘ‌র্ষ হয়। এতে অটো‌রিকশার চা‌লকসহ ছয়জন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মে‌ডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মোহসিনকে মৃত ঘোষণা করেন চি‌কিৎসক।  

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এসআই জামিল।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, এ‌প্রিল ২০, ২০১৯
আরএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।