ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

নবীগঞ্জে শিশু ধর্ষণকারী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৯, এপ্রিল ১৮, ২০১৯
নবীগঞ্জে শিশু ধর্ষণকারী গ্রেফতার

হবিগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ৮ বছরের শিশু ধর্ষণকারী জাকারিয়াকে (১৮) অবশেষে গ্রেফতার করেছে পুলিশ।
 

বুধবার (১৭ এপ্রিল)  রাতে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) পারভেজ আলম চৌধুরী বাংলানিউজকে বিষয়টি জানান।

জাকারিয়া নবীগঞ্জ উপজেলার ছোট আলীপুর গ্রামের আব্দুল ওয়াহিদের ছেলে।
 
স্থানীয়রা জানায়, নবীগঞ্জ উপজেলার ছোট আলীপুর গ্রামের জনৈক কৃষকের আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে গত ২০ মার্চ বিকেলে একা পেয়ে ধর্ষণ করেন জাকারিয়া। পরে গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়। এ ঘটনায় ২৬ মার্চ শিশুটির মা বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।  

এদিকে, এ ঘটনায় নবীগঞ্জের সর্বস্তরের লোকজন জাকারিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৯
এমআরএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।