ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

জাতীয়

সুনামগঞ্জে ছুরিকাঘাতে যুবক খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৬, এপ্রিল ১৮, ২০১৯
সুনামগঞ্জে ছুরিকাঘাতে যুবক খুন

সুনামগঞ্জ: সুনামগঞ্জ সদর উপজেলার পূর্ব সদরঘর এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মিজানুর রহমান মিজান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালের দিকে এ ঘটনা ঘটে। নিহত মিজানুর সদর উপজেলার ইব্রাহিমপুর এলাকার মৃত রহিম মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মিজান বালুবাহী নৌযান (বাল্কহেড) ছাড়ার জন্য পূর্ব সদরঘর এলাকায় গেলে কয়েকজন তাকে পেছন থেকে ছুরিকাঘাত করে এবং রাম দা দিয়ে কোপ দেয়। এসময় তার হাতে, পিঠে ও মুখে আঘাত করলে মিজান মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলে মারা যান। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ  সময়: ১৩৩৬ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।