বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার ফুলসারা ইউনিয়নের সৈয়দপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু বিল্লাল ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী মহিদুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে বিল্লাল নিজ বাড়ির টিউবওয়েলে পানি পান করতে যায়। আগে থেকে বিদ্যুতাড়িত টিউবওয়েল থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে থাকে বিল্লাল। পরে তার বোন খাদিজা সেখানে পানি পান করতে গিয়ে ভাইকে মাটিতে পড়ে থাকতে দেখে তার গায়ে হাত দেয়। এতে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়ে। এসময় খাদিজার চিৎকারে বাড়ির লোকজন ঘটনাস্থলে এসে বিল্লালকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. আহমেদ ফয়েজ বিন সাদ বাংলানিউজকে বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৯
ইউজি/এএটি