বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার বেড়তলায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জেলা শহরের কাজীপাড়ার তুহিদ মিয়া নাহিদ (১৯) ও একই এলাকায় মুতুজ আলীর ছেলে পারভেজ (২২)।
সরাইল খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন সরকার বলেন, বিশ্বরোড মোড় থেকে দুই আরোহী আশুগঞ্জের দিকে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলটি ওভারটেক করতে গিয়ে সামনে থাকা জিপ গাড়ির নিচে চাপা পড়ে এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
ওসি আরও জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। গাড়িটিকে আটক করলেও চালক পালিয়ে গেছেন। নিহতদের পরিচয় শনাক্ত করার জন্য খোঁজ-খবর নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৯/আপডেট: ১২১৯
এএটি