ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

জাতীয়

নুসরাত হত্যার প্রতিবাদে ছায়ানটের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১২, এপ্রিল ১৮, ২০১৯
নুসরাত হত্যার প্রতিবাদে ছায়ানটের মানববন্ধন ছায়ানটের সংস্কৃতি-সমন্বিত কার্যক্রম নালন্দা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন/ছবি: জিএম মুজিবুর

ঢাকা: নুসরাত হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন করেছে সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের সংস্কৃতি-সমন্বিত কার্যক্রম নালন্দা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় রাজধানীর ছায়ানট ভবনের সামনে এ মানববন্ধনে অংশ নেন নালন্দা উচ্চ বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও ছায়ানটের কর্মীরা।

মানববন্ধনে শিক্ষার্থীরা সম্মিলিত কণ্ঠে 'নইলে পরে ক্ষ্যাপা', 'দুর্গম গিরি কান্তার মরু', 'আমি মানব ধরমে মানব করমে সপিনু এ প্রাণ মন', 'বাংলা ভূমির প্রেমে আমার প্রাণ হইলো পাগল', 'ব্যর্থ প্রাণের আবর্জনা', 'আবার তোরা মানুষ হ' এবং 'সংঘ শরণ তীর্থ যাত্রা' গানগুলি পরিবেশনের মাধ্যমে নুসরাত হত্যাকাণ্ডের প্রতিবাদ ও নিন্দা জানান।

সবশেষে তারা পরিবেশন করেন জাতীয় সঙ্গীত।

মানববন্ধন সম্পর্কে নালন্দা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমনা বিশ্বাস বাংলানিউজকে বলেন, আমাদের মানুষ হয়ে উঠতে হবে। চারপাশে যা দেখছি, শুনছি, তাতে আমরা আমাদের শিশুদের নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগি। আমরা চাই, যেন আমরা সবাই আদর্শ মানুষ হতে পারি। আদর্শ মানুষ হলে দেশের জন্যও কাজ করা যায়, সমাজের জন্যও কাজ করা যায়, পরিবারের জন্যও কাজ করা যায়।

বাংলাদেশ সময়: ১১০৯ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৯
এইচএমএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।