বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে বোদা পৌর এলাকা বাইপাস মোড়ে এ ঘটনাটি ঘটে। নিহত ছাইদ গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার উদাখালী গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, সকালে ওষুধ নিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন ছাইদ। পঞ্চগড় থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা বিআরটিসি’র একটি যাত্রীবাহী বাস পঞ্চগড়-ঢাকা মহাসড়কে বোদা বাইপাস মোড় এলাকায় পৌঁছলে ওই মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ওই মোটরসাইকেলের আরোহী গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
বোদা থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়ালিউল ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, বিআরটিসি’র ওই ঘাতক বাসটিকে জব্দ করা হলেও চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।
বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৯
জিপি