ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

জাতীয়

যাত্রাবাড়ীতে মাদ্রাসার আগুন নিয়ন্ত্রণে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৩৭, এপ্রিল ১৮, ২০১৯
যাত্রাবাড়ীতে মাদ্রাসার আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিসের কর্মীরা/ছবি- ডি এইচ বাদল

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর কাজলার কুতুবখালী এলাকায় একটি মাদ্রাসায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় ১ ঘণ্টা ২০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে।

বুধবার (১৭ এপ্রিল) দিনগত রাত ১টা ২৫ মিনিটে আগুন নিয়্ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিসের সদর দফতরের কর্তব্যরত কর্মকর্তা মাহফুজ বিভেন। এর আগে রাত ১২টা ৫ মিনিটে ওই মাদ্রাসায় আগুন লাগে

প্রাথমিক কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

ঘটনাস্থলে উপস্থিত লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরাঘটনাস্থলে উপস্থিত যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী জানান, সাততলা মাদ্রাসার নিচতলায় অবস্থিত টিভি মেরামতের একটি দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। সেখানে ফায়ার সার্ভিসের লোকজন কাজ করছেন।

বাংলাদেশ সময়: ০১৩৪ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৯
এজেডএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।