আটকৃতরা হলেন- মো. নাসিরউদ্দিন খাঁন রাব্বী (২০), মো. রবিন মিয়া (২০) ও মো. আমিনুল ইসলাম রাব্বী (২০)।
বুধবার (১৭ এপ্রিল) রাতে র্যাব-১০ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে মঙ্গলবার (১৬ এপ্রিল) শাহবাগ এলাকা থেকে নজরুলকে অপহরণ করা হয়। ভিকটিমের ভাইয়ের কাছে মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। টাকা দিতে গড়িমসি করলে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়।
র্যাব জানায়, ভিকটিমের ভাই মো. মাহফুজের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাত ৮টার দিকে র্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর আশরাফুল হকের নেতৃত্বে রাজধানীর খিলগাঁও তালতলা এলাকায় অভিযান চালিয়ে নজরুলকে উদ্ধার করা হয়। এসময় তিনটি মোবাইল ফোন ও অপহরণকারী চক্ররে ৩ সদস্যকে আটক করা হয়।
অভিযান চলাকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারী চক্রের অন্য সদস্য পালিয়ে যায়।
ভিকটিমের ভাই মো. মাহফুজ বাদী হয়ে রামপুরা থানায় অপহরণের মামলা দায়ের করেছেন বলে র্যাব জানায়।
বাংলাদেশ সময়: ০১২১ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৯
এমএমআই/জেডএস