বুধবার (১৭ এপ্রিল) রাতে হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের জন্য কনস্যুলার কর্পস ইন বাংলাদেশ (সিসিবি) এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
তিনি আরো বলেন, বাংলাদেশ এখন ১০ লাখেরও বেশি রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে। এটা মানবতার একটি উদাহরণ। আমরা মানবিক রাষ্ট্র হতে চাই। সবার উপরে মানুষ। এটাই আমরা লালন করতে চাই।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকার কূটনৈতিক মিশনের ডিন ও ভ্যাটিকান সিটির রাষ্ট্রদূত আর্চ বিশপ কোচারি, সিসিবি সভাপতি কে এম মুজিবুল হক, সেক্রেটারি জেনারেল হয়েছেন শামস মাহমুদ, চিলির অনারারি কনসাল আসিফ এ চৌধুরী।
বাংলাদেশ সময়: ২৩২০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৯
টিআর/জেডএস