ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

জাতীয়

উন্নয়নে কনস্যুলারদের সহযোগিতা চাইলেন ড. মোমেন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:২২, এপ্রিল ১৮, ২০১৯
উন্নয়নে কনস্যুলারদের সহযোগিতা চাইলেন ড. মোমেন সিসিবি’র নেতারা ড. মোমেনকে ক্রেস্ট উপহার দেন

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, দেশের উন্নয়নে ঢাকায় অবস্থানরত কনস্যুলাররা বিশেষ ভূমিকা রাখতে পারেন। সবাই একযোগে কাজ করলে দেশে বিনিয়োগ বাড়ানো সম্ভব।

বুধবার (১৭ এপ্রিল) রাতে হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের জন্য কনস্যুলার কর্পস ইন বাংলাদেশ (সিসিবি) এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, উন্নয়নের জন্য শক্তিশালী অঙ্গীকার প্রয়োজন। তবে সেই অঙ্গীকার বর্তমান সরকারের রয়েছে। দেশের উন্নয়নে আমরা আপনাদের পাশে চাই।

তিনি আরো বলেন, বাংলাদেশ এখন ১০ লাখেরও বেশি রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে। এটা মানবতার একটি উদাহরণ। আমরা মানবিক রাষ্ট্র হতে চাই। সবার উপরে মানুষ। এটাই আমরা লালন করতে চাই।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকার কূটনৈতিক মিশনের ডিন ও ভ্যাটিকান সিটির রাষ্ট্রদূত আর্চ বিশপ কোচারি, সিসিবি সভাপতি কে এম মুজিবুল হক, সেক্রেটারি জেনারেল হয়েছেন শামস মাহমুদ, চিলির অনারারি কনসাল আসিফ এ চৌধুরী।  

বাংলাদেশ সময়: ২৩২০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৯
টিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।