বুধবার (১৭ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার প্রত্যন্ত অঞ্চল হিয়ালা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওই গ্রামের রফিক মিয়ার (৭০) সঙ্গে একই গ্রামের বছির মিয়ার (৩৫) কথা কাটাকাটি হয়।
গুরুত্বর আহতরা হলেন- রফিক মিয়া (৭০), বছির মিয়া (৩৫), মামুন (২৬), কুতুব আলী (৪০), জহির ইসলাম (১৬), সুজন মিয়া (২৫), জয়নাল মিয়া (১২), মিলন বেগম (৫০), নুরুল আমিন (৩৫) ও রুহেল আমিন (১৭)।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ মোবারক বাংলানিউজকে বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছ। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৯
জিপি