ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

জাতীয়

নাটোরে ৬ চেয়ারম্যানসহ ১৮ জনপ্রতিনিধির শপথ পাঠ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫৯, এপ্রিল ১৭, ২০১৯
নাটোরে ৬ চেয়ারম্যানসহ ১৮ জনপ্রতিনিধির শপথ পাঠ শপথ বাক্য পাঠ করছেন নির্বাচিত জনপ্রতিনিধিরা। ছবি: বাংলানিউজ

নাটোর: পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত নাটোরের ছয়টি উপজেলার ছয়জন চেয়ারম্যান, ছয়জন ভাইস-চেয়ারম্যান ও ছয়জন মহিলা ভাইস-চেয়ারম্যান শপথ নিয়েছেন।

বুধবার (১৭ এপ্রিল) বিকেল ৫টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচিতদের শপথ পাঠ করান রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান।

চেয়ারম্যান হিসেবে শপথ নেন শরিফুল ইসলাম রমজান (নাটোর সদর), শফিকুল ইসলাম শফিক (সিংড়া), মো. আনোয়ার হোসেন (গুরুদাসপুর), সিদ্দিকুর রহমান পাটোয়ারী (বড়াইগ্রাম), ইসাহাক আলী (লালপুর) ও অহিদুল ইসলাম গকুল (বাগাতিপাড়া)।

এছাড়াও ছয়টি উপজেলার ছয়জন ভাইস-চেয়ারম্যান ও ছয়জন মহিলা ভাইস-চেয়ারম্যান একই সময়ে শপথ নেন।

শপথ পাঠ শেষে চেয়ারম্যানরা জানান, উন্নত বাংলাদেশ গড়তে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত সরকারের লক্ষ্য বাস্তবায়নে তৃণমূল পর্যায়ে ভূমিকা রাখতে চান তারা।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম রাব্বীর সভাপতিত্বে শপথ নেওয়া জনপ্রতিনিধিদের উদ্দেশে বক্তব্য রাখেন- নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্না আহমেদ, জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শাহরিয়াজ প্রমুখ।  

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আকরামুল ইসলাম, পিপি সিরাজুল ইসলাম, পৌরসভার মেয়র উমা চৌধুরী জলিসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।