ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

জাতীয়

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের মাথাব্যথা নেই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫৬, এপ্রিল ১৭, ২০১৯
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের মাথাব্যথা নেই নগর এক্সপ্রেস মিনিবাসের উদ্বোধন করছেন পররাষ্ট্রমন্ত্রী

সিলেট: বাংলাদেশের আইন-শৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো মাথাব্যথা নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন, একটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেখে যুক্তরাষ্ট্র সতর্কতার নোটিশ দিয়েছিলো। যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণ সতর্কতা জারি নিয়েও চিন্তার কিছু নেই।

বুধবার (১৭ এপ্রিল) বিকেলে সিলেটের দক্ষিণ সুরমায় তিন দিনব্যাপী টাটা গাড়ির গ্র্যান্ড মেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন ও অগ্রগতি দেখে সেখানকার লোকজন বিনিয়োগ করতে আগ্রহী।

এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিলেটে সরকারিভাবে চিকিৎসার জন্য পর্যাপ্ত হাসপাতাল নেই। নতুন হাসপাতালের দাবি মানুষের দীর্ঘদিনের। তাই আবু সিনা ছাত্রাবাসের ঐতিহ্য সংরক্ষণ করেই বাকি জায়গাতে জেলা হাসপাতাল নির্মাণ করা হবে।

নিটল মটরসের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থ, জ্যেষ্ঠ সাংবাদিক আল আজাদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামসুল আলম সেলিম, নারীনেত্রী নাজনিন হোসেন প্রমুখ।

সভা শেষে সিটি বাস সার্ভিস ‘নগর এক্সপ্রেস’ এর একটি মিনিবাসের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৯
এনইউ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।