ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

জাতীয়

কাশিয়ানীতে ভাড়াটিয়ার হাতে মালিক খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩৫, এপ্রিল ১৭, ২০১৯
কাশিয়ানীতে ভাড়াটিয়ার হাতে মালিক খুন

গোপালগঞ্জ: বকেয়া দোকান ভাড়া চাইতে গিয়ে গোপালগঞ্জের কাশিয়ানীতে  ভাড়াটিয়ার হাতে মালিক খুন হয়েছেন।

বুধবার (১৭ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা সদরের জলকার পাড়ায় এ ঘটনা ঘটে।
 
এ ঘটনায় পুলিশ ভাড়াটিয়া এইচএম মাসুদুর রহমার সোহাগকে (৩০) গ্রেফতার করেছে।


  
জানা যায়, কাশিয়ানী উপজেলা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শাহাদত হোসেন মিয়ার মেঝ ছেলে সৌদি প্রবাসী মো. শামচুল আলম মানু তার দোতালা ভবনের নিচতলায় একটি দোকান ঘর ভাড়া দেন যশোর সদর থানার পুরাতন কসবা এলাকার মো. মনিরুজ্জামানের ছেলে এইচএম মাসুদুর রহমান সোহাগকে। সম্প্রতি মানু সৌদি থেকে দেশে ফেরেন। বিকেলে তিনি সোহাগের কাছে বকেয়া দোকান ভাড়া চাইতে যান। তখন ভাড়া নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ভাড়াটিয়া সোহাগ রড দিয়ে মালিক মানুকে আঘাত করেন। এতে মানু গুরুতর আহত হন।  

পরিবারের সদস্যরা মানুকে উদ্ধার করে কাশিয়ানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ হাসপাতাল থেকে মানুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। ঘাতক সোহাগ মানুর আপন খালাতো ভাই।  

কাশিয়ানী থানার পরিদর্শক (তদন্ত) ফিরোজ আলম বাংলানিউজকে জানান, খুনের অভিযোগে মানুর খালাত ভাই সোহাগকে গ্রেফতার করা হয়েছে। বকেয়া দোকান ভাড়া নিয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহত মানুর পরিবারকে মামলা দেওয়ার জন্য বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।