বুধবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার সাপমারা ইউনিয়নের কাটামোড় থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার শ্রীকৃষ্টপুর গ্রামের মৃত ফয়েজ মণ্ডলের ছেলে আব্দুল মজিদ (৩৭), একই গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে শাহজাহান আলী সরদার (২৭) ও দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দলা পশ্চিমপাড়া গ্রামের ওয়াহেদ আলীর ছেলে মরফিদুল ইসলাম (৩২)।
র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, গোপন খবরে সকালে গোবিন্দগঞ্জের কাটামোড়ে অভিযান চালায় র্যাব। অভিযানে দিনাজপুরের বিরামপুর থেকে বগুড়াগামী বালুভর্তি একটি ট্রাকে তল্লাশি করে ৩৯৭ বোতল ফেনসিডিলসহ ওই তিনজনকে আটক করা হয়। এসময় অপর তিনজন পালিয়ে যান।
এ ঘটনায় ট্রাকটি জব্দসহ পলাতকদের আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৯
এসআরএস