বুধবার (১৭ এপ্রিল) দুপুরে প্রেসক্লাবের একটি আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ‘মুজিবনগর সরকার, প্রেক্ষাপট ও ইতিহাস’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ-৭১।
ঐতিহাসিক মুজিবনগর সরকার গঠনের ইতিহাস এবং প্রেক্ষাপট তুলে ধরে প্রধান অতিথির বক্তব্যে স্বাধীনতার ইশতেহার রচয়িতা ব্যারিস্টার এম আমীর উল ইসলাম বলেন, আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে অভাবনীয় ভাবে উন্নয়ন হচ্ছে। যা কল্পনা করা যায় না। সাম্য, সামাজিক ন্যায় বিচার এবং মানবিক মর্যাদা- এই তিনটি ছিল বঙ্গবন্ধুর রাজনীতির মূল্যবোধ। বঙ্গবন্ধুর কাছ থেকে যতটুকু রাজনীতি শিখেছি, বুঝেছি এবং জেনেছি, তাতে বোঝা যায়, এই তিনটি ছাড়া যতোই উন্নয়ন হোক, সেই উন্নয়নের মধ্যে দায়বদ্ধতা থাকবে না।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সেক্টর কমান্ডারস ফোরামের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) কেএম সফিউল্লাহ বীর উত্তম।
সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন মুক্তিযোদ্ধা ও লেখক হারুন হাবীব।
এছাড়াও বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, সেক্টর কমান্ডার লেফট্যানেন্ট কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরী, মুক্তিযুদ্ধ যাদুঘরের ট্রাস্টি ডা. সারওয়ার আলী, মুজিবনগর সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, লেখক, শিক্ষাবিদসহ আরও অনেকে।
বাংলাদেশের সময়: ১৮১২ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৯
আরকেআর/টিএ