বুধবার (১৭ এপ্রিল) দুপুরে ওই শিক্ষককে গ্রেফতার করা হয়।
প্রধান শিক্ষক আব্দুস সালাম ধোপাঘাটা গোবিন্দপুর গ্রামের মৃত মতিন মুন্সির ছেলে।
ঝিনাইদহ পুলিশ সুপার মো. হাসানুজ্জামান বাংলানিউজকে জানান, আব্দুস সালাম দীর্ঘদিন ধরে বিদ্যালয়টির একাধিক ছাত্রীকে যৌন হয়রানি করতেন। যৌন নিপীড়নের শিকার ছাত্রীরা অভিভাবকদের জানালে বুধবার দুপুরে ছাত্রী ও অভিভাবকরা বিদ্যালয়টি ঘেরাও করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার সত্যতা প্রাথমিকভাবে প্রামণিত হওয়ায় অভিযুক্ত প্রধান শিক্ষককে গ্রেফতার করে। এ ঘটনায় সদর থানায় মামলা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৯
এনটি