ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

জাতীয়

শাহজালালে ইয়াবাসহ যাত্রী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:২১, এপ্রিল ১৭, ২০১৯
শাহজালালে ইয়াবাসহ যাত্রী আটক .

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অভিনব কায়দায় পেটের ভেতরে ইয়াবা বহনকরার দায়ে শামসুল হুদা (৩০) নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ।

মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল থেকে তাকে আটক করা হয়।  

আর্মড পুলিশ জানায়,  দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে আর্মড পুলিশের কাছে খবর আসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইয়াবা পাচার হচ্ছে।

পরে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে অভিযান চালিয়ে কক্সবাজার থেকে ঢাকায় আসা শামসুল নামে ওই যাত্রীকে আটক করে এক্সরে করানো হয়।  পরে তার পেটের ভেতর থেকে সাড়ে চার হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১৩ লাখ ৫০ হাজার টাকা।

আটক মাদক পাচারকারী শামসুল নীলফামারীর ডিমলা থানার সাত্নাই কলোনির বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে।  

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন বাংলানিউজকে বলেন, আটক শামসুলের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  

বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৯
টিএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।