মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল থেকে তাকে আটক করা হয়।
আর্মড পুলিশ জানায়, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে আর্মড পুলিশের কাছে খবর আসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইয়াবা পাচার হচ্ছে।
আটক মাদক পাচারকারী শামসুল নীলফামারীর ডিমলা থানার সাত্নাই কলোনির বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে।
বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন বাংলানিউজকে বলেন, আটক শামসুলের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৯
টিএম/আরআইএস/