মঙ্গলবার (১৬ এপ্রিল) রাত ৮টার দিকে বগুড়া-পাবনা মহাসড়কে উপজেলার বোয়ালিয়া বাজারে ও একই মহাসড়কের পূর্ব দেলুয়াব এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃদ্ধ ইঞ্জিল ফকির বোয়ালিয়া বাজার এলাকায় হেঁটে মহাসড়ক পার হচ্ছিলেন।
অপরদিকে পূর্ব দেলুয়া ব্রিজের কাছে বগুড়াগামী একটি ট্রাক একটি ভ্যানগাড়িকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ভ্যানচালক আনাছ আলী গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
হাটিকুমরুল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বাংলানিউজকে জানান, দু’টি দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে মরদেহ দু’টি পরিবারের লোকজন নিয়ে গেছে।
বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, ১৬ এপ্রিল, ২০১৯
আরএ