মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ আব্দুল মান্নান এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত লিমন উপজেলার কচুয়াকাঠি গ্রামের রুহুল শেখের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ২৯ ডিসেম্বর দুপুরে বাড়ির উঠানে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে খসরু হাওলাদারের (৩৮) সঙ্গে প্রতিবেশী লিমনের কথাকাটাকাটি হয়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওই দিন বিকেলে খসরুর ঘরে ঢুকে ধারালো অস্ত্র নিয়ে তাকে এলাপাথারি কুপিয়ে জখম করে লিমন। পরবর্তীতে খসরুর আত্মীয়রা তাকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই দিন নিহত খসরুর ছোট ভাই রিপন হোসেন হাওলাদার বাদী হয়ে লিমনকে আসামি করে কাউখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলাটি প্রথমে থানা পুলিশ ও পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্ত করে।
২০১২ সালের ১৯ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পিরোজপুরের এসআই মোশারেফ হোসেন আসামি লিমন হোসেন শেখের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। মামলার ১৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক আসামি লিমন হোসেনের উপস্থিতিতে এ রায় দেন।
বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৯
এসএইচ