ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

জাতীয়

বাগমারায় শিশু ধর্ষণ মামলায় যুবক কারাগারে 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৫৯, এপ্রিল ১৬, ২০১৯
বাগমারায় শিশু ধর্ষণ মামলায় যুবক কারাগারে  পুলিশ হেফাজতে আটক আলামিন। ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহীর বাগমারা উপজেলায় শিশু ধর্ষণ মামলায় গ্রেফতার আলামিনকে (২২) কারাগারে পাঠিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেলে তাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে সকালে ওই শিশুর বাবা বাদী হয়ে বাগমারা থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

পরে বিকেলে স্থানীয়রা আলামিনকে আটকের পর থানায় সোর্পদ করে।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বাংলানিউজকে জানান, সোমবার (১৫ এপ্রিল) রাতে উপজেলার তাহেরপুর পৌরসভার হরিফালা এলাকায় আলামিন কৌশলে একটি পরিত্যক্ত টিনের ঘরে ওই শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ করেন। পরে ওই রাতেই ধর্ষণের শিকার শিশুকে উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে তার পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে ধর্ষণের আলামত পাওয়া গেছে।  

পরে ধর্ষণ মামলায় আলামিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি আতাউর।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৯
এসএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।