ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

জাতীয়

নটরডেম ক্যাথিড্রালে আগুন: শেখ হাসিনার দুঃখপ্রকাশ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৫৮, এপ্রিল ১৬, ২০১৯
নটরডেম ক্যাথিড্রালে আগুন: শেখ হাসিনার দুঃখপ্রকাশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা/ফাইল ফটো

ঢাকা: প্যারিসের নটরডেম ক্যাথিড্রাল আগুনে ক্ষতি হওয়ায় গভীর দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৬ এপ্রিল) ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে পাঠানো এক শোকবার্তায় তিনি এই দুঃখ প্রকাশ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ফ্রান্সের রাজধানী প্যারিসের নটরডেম ক্যাথিড্রাল গতকালের আগুনে ক্ষতি হওয়ায় আমরা দুঃখপ্রকাশ করছি।

ঐতিহ্যবাহী এ ক্যাথিড্রাল ক্ষতিগ্রস্ত হওয়ায় শুধু ফ্রান্সের জনগণ নয়, সমগ্র বিশ্বের মানবতাবাদীরাই ব্যথিত হয়েছেন। এ ঘটনায় আমরাও ফ্রান্সের জনগণের সঙ্গে সমব্যথী।

একই সঙ্গে শোকবার্তায় নটরডেম ক্যাথিড্রাল ক্ষতিগ্রস্ত হওয়ায় ফ্রান্সের জনগণ ও সরকারের প্রতি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে দুঃখপ্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ফ্রান্সের ৮৫০ বছরের ঐতিহ্যবাহী নটরডেম ক্যাথিড্রাল সোমবার ( ১৫ এপ্রিল) রাতে ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত হয়।  

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৯
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।