ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

জাতীয়

ছাত্র বলাৎকারে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক জেল হাজতে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:২৯, এপ্রিল ১৬, ২০১৯
ছাত্র বলাৎকারে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক জেল হাজতে পুলিশ হেফাজতে আটক শহিদুর রহমান। ছবি: বাংলানিউজ

ফেনী: ফেনীর দাগনভূঞায় শিশু বলাৎকারে অভিযুক্ত শিক্ষক শহিদুর রহমানকে (৫৩) আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 

মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেলে দাগনভূঞা আমলি আদালতের বিচারক এস এম এমরান তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে সোমবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে মাদ্রাসা থেকে ওই শিক্ষককে আটক করে পুলিশ।



আটক শিক্ষকের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার উত্তর জয়নগর গ্রামে। তার পিতার নাম আবদুল ওহাব। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার (১৪ এপ্রিল) রাতে উপজেলার রাজাপুর ইউনিয়নের কোরেশ মুন্সি বাজার সংলগ্ন আবদুল নবী গ্রামে দারুল কোরআন ওয়াস ছুন্নাহ্ মাদ্রাসায়  শিক্ষক মাওলানা শহিদুর রহমান হাতে বলাৎকারের শিকার হন ৮বছর বয়সী মাদ্রাসার ২য় শ্রেণির এক আবাসিক ছাত্র। পরে শিশুটি বাড়িতে গিয়ে তার পরিবারকে বিষয়টি জানায়।

শিশুটি একই ইউনিয়নের জাদবপুর গ্রামের আবুল কালামের ছেলে। দাগনভূঞা থানার ওসি সালেহ আহম্মদ পাঠান  জানান, নির্যাতনের শিকার ওই শিশুটির পিতা আবুল কালাম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।  

পুলিশ অভিযুক্ত শিক্ষককে আটক করে আদালতে পাঠিয়েছে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৯ 
এসনএইচডি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।