মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজহারুল ইসলাম খোয়াই নদীর আহমদাবাদ ইউনিয়নের রাজার বাজার এলাকা থেকে এগুলো জব্দ করেন।
ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সনজু বাংলানিউজকে বলেন, একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে খোয়াই নদী থেকে ইজারাবিহীন বালু উত্তোলন করে আসছিল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, জব্দ হওয়া বালু ও মেশিন পরবর্তীতে নিলামে বিক্রি করা হবে।
অভিযানকালে চুনারুঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) মঈন উদ্দিনসহ একদল পুলিশ উপস্থিত ছিল।
বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৯
জিপি