মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুর পৌনে ১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
ফেডারেশনের সহ-সভাপতি আমিরুল হক আমিনের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আরিফা আক্তার, সহ-সভাপতি সাফিয়া পারভীন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক ও সহ-সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে আমিরুল হক আমিন বলেন, পূর্ব ঘোষণা ও শ্রমিকদের বকেয়া না দিয়ে গত ২ ফেব্রুয়ারি হঠাৎ বন্ধ করে দেওয়া হয় গাজীপুরের কালিয়াকৈরের হেসং করপোরেশনের (বিডি) গার্মেন্টস কারখানা। এতে তিন মাস ধরে প্রায় এক হাজার শ্রমিক বেকার জীবনযাপন করছে। কারখানার মালিক কোনো নোটিশ না দিয়ে ও শ্রমিকদের সঙ্গে আলোচনা বা করে কারখানা বন্ধ করে দেয়, এটা বেআইনি কাজ।
তিনি অবিলম্বে কারখানা খুলে দেওয়ার দাবি জানিয়ে শ্রমিকদের গত তিন মাসের বকেয়া পাওনা পরিশোধ করার দাবি জানান।
বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৯
টিএম/এএ