মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
দুই শিশুর মধ্যে ইভা ওই গ্রামের দিদার হাওলাদারের মেয়ে ও রাইশা একই গ্রামের হাসান মাহমুদের মেয়ে।
স্থানীয়রা জানান, ‘শিশু দু’টি বাড়ির পাশের একটি পুকুর পাড়ে খেলা করছিলো। এসময় পরিবারের অজান্তে তারা বাড়ির পাশে পুকুরে পানিতে ডুবে যায়। অনেকক্ষণ তাদের খোঁজ না পেয়ে পরিবারের লোকজন পুকুরের কাছে গেলে দু’জনকে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাদের মৃত্যু খবরে গ্রামে শোকের মাতম বইছে।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাকসুদুর রহমান বাংলানিউজকে বলেন, পানিতে ডুবে দুই বোনের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে মৃত্যুর বিষয়ে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৯
এমএস/ওএইচ/