মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে শহরতলীর মুড়লি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম হোসেন যশোর পুলিশ লাইনে আর্মস ব্রাঞ্চে কর্মরত ছিলেন।
যশোর জিআরপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বাংলানিউজকে বলেন, মুড়লি মোড় রেলক্রসিংয়ের কাছে সেলিম হোসেন দাঁড়িয়ে ছিলেন। এ সময় খুলনাগামী ‘সাগরদাড়ি’ ট্রেনের ধাক্কায় তিনি লাইনে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বাংলানিউজকে বলেন, সেলিম হোসেন কী কারণে রেলক্রসিংয়ে দাঁড়িয়েছিলেন এবং কীভাবে কাটা পড়ে নিহত হলেন সেটা নিশ্চিত হতে পারিনি, এ ব্যাপারে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৯
ইউজি/এএটি