ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

জাতীয়

বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলিম পরীক্ষার্থীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪৩, এপ্রিল ৮, ২০১৯
বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলিম পরীক্ষার্থীর মৃত্যু

বরিশাল: বরিশাল সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেজাউল ইসলাম (১৮) নামে এক আলিম পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের বাঘিয়া আলামিন বহুমুখী মাদ্রাসা সংলগ্ন একটি মেসের ছাদে এ ঘটনা ঘটে।  

রেজাউল ইসলাম বরগুনার তালতলী উপজেলার বড় ভাইজোড়া গ্রামের নূর মোহাম্মদের ছেলে।

তিনি চরমোনাইর আহছানাবাদ রশিদিয়া কামিল মাদরাসার আলিম পরীক্ষার্থী ছিলেন। মাদরাসার পাশেই একটি মেসে থাকতেন তিনি।

বাঘিয়া আলামিন বহুমুখী মাদরাসার শিক্ষক বদরুজ্জামান শাহিন বাংলানিউজকে জানান, সোমবার আরবি পরীক্ষা শেষে রেজাউল গোসলের পর কাপড় শুকানোর জন্য মেসের ছাদে যান। এসময় ছাদের উপর থাকা  বৈদ্যুতিক লাইনের তারে বিদ্যুতায়িত হয়ে তিনি গুরুতর আহন হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৯
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।