সোমবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের বাঘিয়া আলামিন বহুমুখী মাদ্রাসা সংলগ্ন একটি মেসের ছাদে এ ঘটনা ঘটে।
রেজাউল ইসলাম বরগুনার তালতলী উপজেলার বড় ভাইজোড়া গ্রামের নূর মোহাম্মদের ছেলে।
বাঘিয়া আলামিন বহুমুখী মাদরাসার শিক্ষক বদরুজ্জামান শাহিন বাংলানিউজকে জানান, সোমবার আরবি পরীক্ষা শেষে রেজাউল গোসলের পর কাপড় শুকানোর জন্য মেসের ছাদে যান। এসময় ছাদের উপর থাকা বৈদ্যুতিক লাইনের তারে বিদ্যুতায়িত হয়ে তিনি গুরুতর আহন হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৯
এমএস/ওএইচ/