সোমবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান এ রায় দেন।
এর আগে এইচএসসি পরীক্ষায় ইংরেজী দ্বিতীয়পত্রের পরীক্ষা চলাকালীন সময়ে রোজী মোজাম্মেল মহিলা কলেজ কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।
সাজাপ্রাপ্ত দুইজন হলেন- নাটোর সদর উপজেলার একডালা গ্রামের মনোয়ার হোসেনের ছেলে মো. মোশারফ পারভেজ (২২) ও শহরের বলারীপাড়া মহল্লার শেখ মশিউর রহমানের ছেলে শেখ গোলাম মোস্তফা (২২)। তারা রাজশাহী পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের দ্বিতীয়বর্ষের শিক্ষার্থী।
রোজী মোজাম্মেল মহিলা কলেজ কেন্দ্র সচিব অধ্যক্ষ মায়ারানী চক্রবর্তী বাংলানিউজকে বলেন, স্থানীয় বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজের মানবিক শাখার দুই অনিয়মিত শিক্ষার্থী মো. জিল্লুর শেখ (রোল-৭০৭৯৫৬) এবং হারুনুর রশিদের (রোল-৭০৭৯৬৫) বদলে ওই দুই যুবক আর্থিক লেনদেনের মাধ্যমে প্রক্সি দিচ্ছিলেন। এসময় হলের কর্তব্যরত শিক্ষক মো. লাভলুর রহমান ওই দুই পরীক্ষার্থীকে সন্দেহপূর্বক জিজ্ঞাসাবাদ করলে তারা ভুয়া বলে প্রমাণিত হয়। পরে তাদের পুলিশে সোপর্দ করলে আটকদের বিরুদ্ধে এ রায় দেন ইউএনও মো. মিজানুর রহমান। পরে তাদের নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ইউএনও মো. মিজানুর রহমান বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৯
এসআরএস