ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

জাতীয়

সাতক্ষীরা পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, দালাল আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৮, এপ্রিল ৮, ২০১৯
সাতক্ষীরা পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, দালাল আটক

সাতক্ষীরা: সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে শহিদুল আলম নামে এক দালালকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (০৮ এপ্রিল) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।  

আটক শহিদুল আলম শহরের কাটিয়ার রেজিস্ট্রি অফিস পাড়া এলাকার মৃত বাশারত আলীর ছেলে।

দুর্নীতি দমন কমিশনের সমন্বিত খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তরুন কান্তি ঘোষ বাংলানিউজকে জানান, সাতক্ষীরা পাসপোর্ট অফিসে দালাল ছাড়া কাজ হয় না এমন সংবাদের ভিত্তিতে দুপুরে সেখানে অভিযান চালানো হয়। ঘটনাস্থলে পৌঁছে সংবাদের সত্যতা পেয়ে শহিদুল আলম নামের এক চিহ্নিত দালালকে আটক করা হয়। এসময় পালিয়ে যায় আরও কয়েকজন দালাল।

তিনি আরও জানান, আটক শহিদুলকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আকরামুল ইসলাম তাকে তাকে দুই হাজার টাকা অর্থদণ্ড দেন।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।