ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

জাতীয়

শপথ নিলেন নেত্রকোণার ৮ উপজেলার চেয়ারম্যান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৯, এপ্রিল ৮, ২০১৯
শপথ নিলেন নেত্রকোণার ৮ উপজেলার চেয়ারম্যান শপথ পাঠ করছেন নির্বাচিত চেয়ারম্যানরা। ছবি: বাংলানিউজ

নেত্রকোণা: নেত্রকোণার ১০ উপজেলার মধ্যে আট উপজেলা পরিষদে অনুষ্ঠিত নির্বাচনে নির্বাচিত হওয়া চেয়ারম্যানরা শপথ নিয়েছেন।

সোমবার (৮ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসক (ডিসি) মঈনউল ইসলামের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে শপথ পাঠ অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার নিরঞ্জন দেবনাথ চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান।

শপথ পাঠ করেন- চেয়ারম্যান তফসির উদ্দিন খান (সদর), মোহাম্মদ মঈনুল হক কাশেম (বারহাট্টা), জান্নাতুল ফেরদৌস ঝুমা তালুকদার (দুর্গাপুর), আব্দুল খালেক তালুকদার (কলমাকান্দা), হাবিবুর রহমান (মদন), শহীদ ইকবাল (মোহনগঞ্জ), গোলাম কিবরিয়া জব্বার (খালিয়াজুরী) ও নুরুল ইসলাম (কেন্দুয়া)।  

এছাড়াও নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা শপথ পাঠ করেন।

এসময় উপস্থিত ছিলেন- ময়মনসিংহ বিভাগের স্থানীয় সরকার বিভাগের পরিচালক আব্দুল আলীম, নেত্রকোনা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জিয়া উদ্দিন সুমন।

জেলার পূর্বধলা উপজেলা পরিষদে নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন (ইসি) ও তফসিল ঘোষণা না হওয়ায় আটপাড়া উপজেলায় নির্বাচন হয়নি।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।