সোমবার (৮ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসক (ডিসি) মঈনউল ইসলামের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে শপথ পাঠ অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার নিরঞ্জন দেবনাথ চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান।
শপথ পাঠ করেন- চেয়ারম্যান তফসির উদ্দিন খান (সদর), মোহাম্মদ মঈনুল হক কাশেম (বারহাট্টা), জান্নাতুল ফেরদৌস ঝুমা তালুকদার (দুর্গাপুর), আব্দুল খালেক তালুকদার (কলমাকান্দা), হাবিবুর রহমান (মদন), শহীদ ইকবাল (মোহনগঞ্জ), গোলাম কিবরিয়া জব্বার (খালিয়াজুরী) ও নুরুল ইসলাম (কেন্দুয়া)।
এছাড়াও নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরা শপথ পাঠ করেন।
এসময় উপস্থিত ছিলেন- ময়মনসিংহ বিভাগের স্থানীয় সরকার বিভাগের পরিচালক আব্দুল আলীম, নেত্রকোনা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জিয়া উদ্দিন সুমন।
জেলার পূর্বধলা উপজেলা পরিষদে নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন (ইসি) ও তফসিল ঘোষণা না হওয়ায় আটপাড়া উপজেলায় নির্বাচন হয়নি।
বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৯
এসআরএস