ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

জাতীয়

বেগমগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৫, এপ্রিল ৮, ২০১৯
বেগমগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন 

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন অতিরিক্ত জেলা জজ-১ এর আদালত। 

সোমবার (০৮ এপ্রিল) দুপুরে আসামির উপস্থিতিতে আদালতের বিচারক মো. ফারুক এ আদেশ দেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ফরহাদুল ইসলাম বেগমগঞ্জ উপজেলার ঘাটলা গ্রামের নুরুল হুদার ছেলে।

আদালত সূত্র জানায়, বিয়ের পর থেকে ফরহাদ তার স্ত্রীর সম্পত্তি নিজে নামে লিখে দেয়ার জন্য প্রায় আমেনাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতো। এরই জের ধরে বিয়ের পাঁচ মাসের মাথায় ২০১৫ সালের ৭ ফেব্রুয়ারি রাতে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে ফরহাদ।  

এ ঘটনায় নিহতের বড় বোন আলেয়া বেগম বাদী হয়ে আদালতে ফরহাদুল ইসলাম, তার মা, বাবা ও ভাইসহ ৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।  

পরবর্তীকালে আদালত স্বাক্ষীদের স্বাক্ষ্য শেষে সোমবার মামলার প্রধান আসামির যাবজ্জীবন ও এক লাখ টাকা জরিমানার আদেশ দেন। একই সঙ্গে অপর চার আসামিকে বেকসুর খালাশ দেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সালাউদ্দিন কামরান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।