ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

জাতীয়

ঠাকুরগাঁওয়ে আগুনে পুড়ে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০৯, এপ্রিল ৮, ২০১৯
ঠাকুরগাঁওয়ে আগুনে পুড়ে শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় আগুনে পুড়ে ইউসুফ নামে চার মাস বয়সী একটি শিশুর মৃত্যু হয়েছে। 

রোববার (৭ এপ্রিল) ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের গাজিরহাট গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে গাজিরহাট গ্রামের আখতার হোসেনের রান্নাঘর থেকে শোবার ঘরে আগুন লাগে।

এসময় ঘরে ঘুমন্ত অবস্থায় শিশুটি পুড়ে মারা যায়। এছাড়াও ঘরে রক্ষিত কাপড় চোপড় ধান চালসহ সর্বস্ব পুড়ে যায়। ঘটনার সময় শিশুটির মা বাড়িতে ছিলেন না।  

স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ঘরের ভেতরে থাকা শিশুটি পুড়ে মারা যায়।  

ঘটনার পরপরই স্থানীয় নন্দুয়ার ইউপি চেয়ারম্যান জমিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।