ঢাকা, শনিবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

জাতীয়

মাদারীপুরে ভুয়া চিকিৎসকের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৮, মার্চ ৩১, ২০১৯
মাদারীপুরে ভুয়া চিকিৎসকের কারাদণ্ড দণ্ডপ্রাপ্ত অমিত কীর্ত্তনিয়া। ছবি: বাংলানিউজ

মাদারীপুর: মাদারীপুরে একটি বেসরকারি চক্ষু হাসপাতালে অভিযান চালিয়ে অমিত কীর্ত্তনিয়া (৩৬) নামে এক ভুয়া চিকিৎসককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৩১ মার্চ) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম ফাতেমা জান্নাত এ রায় দেন।

জেলার স্বাস্থ্য বিভাগ ও ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দীর্ঘদিন ধরে সদর উপজেলার পানিছত্র এলাকায় মাদারীপুর চক্ষু হাসপাতাল নামে বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসক পরিচয় দিয়ে রোগী দেখে তাদের সঙ্গে প্রতারণা করছেন অমিত।

এমন গোপন অভিযোগের ভিত্তিতে দুপুরে ওই হাসপাতালে অভিযান চালিয়ে অমিতকে আটক করা হয়। এসময় হাসপাতালটি করে দেওয়া হয় সিলগালা। পরে জেলার সিভিল সার্জনের কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।  

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা জান্নাত এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, দণ্ডপ্রাপ্ত অমিতকে কারাগারে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।