ঢাকা, শনিবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

জাতীয়

টেকনাফে ইয়াবা-চোলাই মদ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২২, মার্চ ৩১, ২০১৯
টেকনাফে ইয়াবা-চোলাই মদ উদ্ধার

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের জালিয়াপাড়া সংলগ্ন নাফনদীতে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা ও ২৬ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করেছে কোস্টগার্ড। 

রোববার (৩১ মার্চ) ভোরে এ অভিযান চালানো হয়। দুপুর ২টার দিকে কোস্টগার্ডের সহকারী গোয়েন্দা পরিচালক লেফটেন্যান্ট কমান্ডার বিএনএম হামিদুল ইসলাম স্বাক্ষরিত এক ই-মেইল বার্তায় এ তথ্য জানানো হয়।

কোস্টগার্ড জানায়, টেকনাফের নাফনদী দিয়ে ইয়াবা পাচারের খবর পেয়ে ভোরে কোস্টগার্ড বাহিনী পূর্ব জোনের টেকনাফ বিসিজি স্টেশনের একটি দল নাফনদীর জালিয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় কোস্টগার্ড বাহিনীর টহল দলের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা একটি পলিথিনের প্যাকেট পানিতে ফেলে পালিয়ে যায়। পরে ওই প্যাকেট থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।  

ই-মেইল বার্তায় আরো জানানো হয়, টেকনাফের শাপলাপুর চাকমাপাড়ায় পৃথক অভিযান চালিয়ে ২৬ লিটার চোলাই মদ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

উদ্ধার করা ইয়াবা ও চোলাই মদ টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৯
এসবি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।